হরিপুরের যাত্রীছাউনীগুলো বিলুপ্তির পথে ও জনসাধারণের চরম ভোগান্তি ।
Published on Tuesday, April 6, 2021 at 9:37 am

গোলাম রব্বানী, হরিপুর উপজেলার বিশেষ প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাত্রী ছাউনীগুলোর বেহাল অবস্থা। যেখানে যাত্রীদের বসে আরাম আয়েশের কথা ছিল, সেখানেই ভরাট করেছে ইটের খোয়া ও চায়ের দোকান ঘর।
হরিপুর উপজেলার বটতলী যাত্রী ছাউনী গুলোতে নোংরা আর্বজনায় ভর্তি।তাছাড়া মানুষ গড়ে তুলেছে চায়ের দোকান দূর দুরান্তের যাত্রীরা বসার জায়গা না পেয়ে এদিকে -সেদিন ঘুরাঘুরি করতে থাকে। পাশাপাশি বিভিন্ন জায়গায় জটলা বেঁধে থাকে, ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা,ঝরছে অনেক তাজা প্রাণ।
বনবাড়ি যাত্রী ছাউনি ইটের খোয়া আর্বজনায় ভর্তি বসার মত কোন পরিবেশ নেই, চৌরঙ্গী যাত্রী ছাউনিতে নোংরা বড় কাঠের বাক্স মেকারের যন্ত্রপাতি, বটতলী যাত্রী ছাউনিতে চা ও পান-সিগারেটের দোকান। ইতিপূর্বে একাধিক বার নিউজ পোর্টালে ও বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলেও কর্তৃপক্ষের কোন দৃষ্টি পরে নাই উপরোক্ত যাত্রী ছাউনিতে। এলাকার সুধীমহলের দাবী যাত্রীছাউনি গুলো অবৈধভাবে ইট খোয়া ও দোকান সরানোর, পাশাপাশি সংস্কারের প্রয়োজন মনে করছেন। ।
স্থানীয় জনসাধারণের দাবী যাত্রী ছাউনি গুলো অবৈধভাবে দখলদার দের হাত থেকে উদ্ধার করে, যেন অপেক্ষামান যাত্রীদের ব্যবহারযোগ্য করে গড়ে তুলা যায় । এই নিয়ে প্রশাসন ও কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় জনগণ।
Leave a Reply