ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের প্রায় ১০ একর জমির গমক্ষেত আগুনে পুড়ে ছাই
Published on Monday, March 29, 2021 at 8:24 am

ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও গ্রামে ১৩ জন কৃষকের প্রায় ১০ একর জমির গমক্ষেত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৭ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার দুপুরে স্থানীয় এক কৃষক তার কেটে নেওয়া গম ক্ষেতের ডাটায় আগুন ধরিয়ে দেয়। তার সেই আগুনের লেলিহান শিখা আশপাশের গম ক্ষেতে উড়ে গিয়ে সেই ক্ষেতগুলোতেও আগুন ধরে যায়। সে আগুন মুহূর্তেই চারদিক ছড়িয়ে পড়ে। এর ফলে আশপাশের পেকে যাওয়া ১০ একর জমির গম পুড়ে ছাই হয়ে যায়। এতে ঐ এলাকার বিপ্লব নামে এক সাংবাদিকের ক্ষেতসহ মোট ১৩ জন কৃষকের পাকা গম পুড়ে যায়।
খবর পেয়ে পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিসের দুটি দল প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) প্রীতম সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply