রুদ্র অয়ন এর কবিতা প্রেম ভালোবাসা
Published on Tuesday, December 29, 2020 at 12:35 pm

রুদ্র অয়ন এর কবিতা
প্রেম ভালোবাসা
প্রেম যেন পিপাসার জল
তুলে দেবে তুমি হাতে,
প্রেম সেতো যুগল ডানায়
পথ চলা এক সাথে।
একে অন্যের সুখ কামনা
গতর খাটানো কাজে,
কখনোবা হাড়ি পাতিলের
ঠোকাঠুকি মাঝে মাঝে।
প্রেম ভালোবাসায় থাকুক
নির্ভরযোগ্য সুখ,
প্রেম সেতো পাশাপাশি দেখা
এক আয়নায় মুখ।
Leave a Reply