দাউদপুর হাট অবৈধ দখলদারের করাল গ্রাসে
Published on Friday, November 27, 2020 at 1:04 pm

জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুর :
দাউদপুর হাট-বাজারের সরকারি জায়গা অবৈধভাবে দখলে নেওয়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সংশ্লিষ্ট দপ্তরসহ বিভিন্ন দপ্তরে নিজ নাম স্বাক্ষরিত আবেদন করেছেন হাট ইজারাদার মোঃ আহাদ আলী। অবৈধ স্থাপনা উচ্ছেদ আবেদনে বলা হয়েছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী অতি প্রাচীন হাট দাউদপুর হাট। দাউদপুর হাটের মোট সরকারি জায়গা ছিল প্রায় ৭ একর। কালের বিবর্তনে এবং নানা রকম অব্যবস্থাপনার কারনে হাটের সরকারি জায়গা অবৈধভাবে দখলে নিয়ে অনেকেই পাকা দালানঘর,বসতবাড়ি, অবৈধ গুদামঘর নির্মাণ করে অবৈধভাবে দখলে রেখেছেন। বর্তমানে দাউদপুর হাটের সরকারি জায়গা আছে প্রায় ৫ একর। এই ৫ একরের মধ্যে ৪ একর সরকারি জায়গা অবৈধভাবে দখলে নিয়েছেন অবৈধ দখলদাররা,বাঁকী ১ একর সরকারি জায়গায় দাউদপুর হাট বসে। তিনি আরও জানান, ১৪২৭বাংলা সালে ১৩ লক্ষ ৩০হাজার, ভ্যাটসহ ১৭লক্ষ ৬৫হাজার টাকায় চলতি বছর দাউদপুর হাট-বাজার ইজারা নিয়েছেন তিনি। হাটের সরকারি জায়গা অবৈধভাবে দখলে রাখা বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করা গেলে হাটের ঐতিহ্যসহ হাটের প্রাণ ফিরে আসবে বলেও জানান তিনি।
Leave a Reply