ডিমলায় গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন
Published on Tuesday, March 17, 2020 at 6:26 pm
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : মঙ্গলবার (১৭-মার্চ) বিকেলে ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ কার্যালয়টি উদ্বোধনের পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, গয়াবাড়ি ইউপি চেয়ারম্যান সামছুল হক, গয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও নীলফামারী জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপ-সম্পাদক চয়ন সরকার প্রমুখ। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলের অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার বলেন, এই ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । তিনি বর্তমান দেশে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সর্তক থাকতে বলে সচেতনতা মূলক নানা বিদ পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য: আলোচনা শেষে মুজিববর্ষ উপলক্ষে নব-র্নিমিত আওয়ামী লীগ কার্যালয়ের জন্য বিনেদন সামগ্রী হিসেবে ২৪” ইঞ্চি একটি এলএডি টেলিভিশন উপহার প্রদান করেন গয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও নীলফামারী জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপ-সম্পাদক চয়ন সরকার।
Leave a Reply