হরিপুর উপজেলা পরিষদ প্রধান গেটে ইজিবাইকের জটলা: জনজীবনে দুর্ভোগ
Published on Monday, December 2, 2019 at 3:12 pm

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি :
ঠাকুরগাওঁ জেলার হরিপুর উপজেলা পরিষদ ৫ নং সদর ইউনিয়নে কালী মন্দির এলাকায় অবস্থিত।হরিপুর উপজেলা পরিষদের প্রধান ফটকে সামনে অপরিকল্পিত ভাবে দাড়িয়ে ঘন্টার ঘন্টা যাত্রী উঠা নামা করে।সেই সময় বিপরীত দিক থেকে আসা ইজিবাইক গুলো এসে জটলা বেঁধে যায় এবং জনজীবন দুর্ভোগ যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে।জনসাধারণ রাস্তা পারাপারে বিভিন্ন সময় দুর্ঘটায় গুরুতর আহত হয়,ইজিবাইক গুলোর চালক দুর্ঘটনা ঘটিয়ে ঘটাস্থল থেকে পালিয়ে যায়। এই রাস্তা গুলোতে ব্যাটারি চালিত গাড়ি ও সেলোমেশিন চালিত ভটভটি,পাওয়ার টিলার,ট্রাক্টর,প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অকালে ঝরছে প্রান, ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা হীন চালক, নিয়মনীতি কে তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য অকারনে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে ।এতে পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে হাজারো মানুষকে, নিদির্ষ্ট নীতিমালার অভাবে বাড়চ্ছে দুর্ঘটনা।নসিমন,করিমন, ব্যাটারি চালিত গাড়ি, ভটভটি যে হারে রাস্তায় বেড়েছে। প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে চলতে হয় জনসাধারন কে। হরিপুর উপজেলা পরিষদের সামনে অপরিকল্পিত ভাবে জটলা বেঁধে থাকা ইজিবাইক গুলোর জন্য যদি নির্ধারন স্থান না করে দিলে বাড়বে দুর্ঘটনা। পাশাপাশি যেন বিধিমোতাবেক লাইসেন্স ছাড়া কেউ চালাতে না পারে। সেই বিষয়টি নিশ্চিত করতে হবে।
Leave a Reply