কালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপরে উপর হামলা, আহত ২
Published on Sunday, December 1, 2019 at 5:44 pm
কালিয়া ( নড়াইল) প্রতিনিধি :
নড়াইলের কালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপরে হামলায় দুই জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার যোগানিয়া গ্রামে। প্রত্যদর্শী জানান, ২৬ (নভেম্বর)মঙ্গলবার সকালে যোগানিয়া গ্রামের খবির তালুকদার একই গ্রামের রকিব তালুকদারের বসতবাড়ীর জমির উপর জোরপূর্বক খড়ের পালা দিতে গেলে,রকিব তালুকদার বাধা দিলে খবির তালুকদার (৪৫), সয়াইব তালুকদার (৩০),মো:হাচিবুর তালুকদার (২৫) সহ আরো লোকজন দেশি অস্ত্র নিয়ে রকিতের বাড়ীতে হামলা করে। এতে রকিতের স্ত্রী ও ছেলে হুমায়ন তালুকদার(১৬) আহত হয় এবং বসতবাড়ী ভাংচুর করে । স্থানীয়রা আহতদের উদ্ধার গোপালগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন, এখনো কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে
Leave a Reply