শার্শা সীমান্তে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Published on Saturday, November 9, 2019 at 2:50 pm

শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শার সীমান্তে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকবাল হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার সকালের দিকে সীমান্তের পাঁচভুলোট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইকবাল শার্শার পাঁচভূলাট গ্রামের আলা উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভূলট বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তবর্তী পাঁচভূলট এলাকায় অভিযান চালায়। এসময় ইকবাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।পরে তার নিকট হইতে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply